রাণীনগরে চাতাল শ্রমিকের লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২০, ২০:০৩
অ- অ+

নওগাঁর রাণীনগরে হামিদা বিবি (৩৫) নামে এক চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কুজাইল বাজার এলাকায় শাকিলা রাইস মিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত হামিদা বিবি জেলার আত্রাই উপজেলার বান্ধাইখাড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী। তিনি স্ব-পরিবারে কুজাইল বাজার এলাকায় শাকিলা রাইস মিলে থাকতেন।

স্থানীয়রা জানায়, শাহিন মিয়া তার স্ত্রী হামিদাসহ দুই ছেলেকে নিয়ে প্রায় ৫-৬ বছর ধরে শাকিলা রাইচ মিল চাতালে শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে শাহিন চাতালে কাজ করছিলেন আর তার স্ত্রী হামিদা ও দুই ছেলে চাতালের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে শাহিন ঘরে এসে দেখে ঘরে তালা দেওয়া তার স্ত্রী হামিদা নেই। এরপর স্ত্রীকে খুঁজতে থাকেন তিনি। এক পর্যায়ে পাশের একটি নদীর পাড়ের এক কদম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় হামিদাকে। এরপর তাকে উদ্ধার করে চাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রাণীনগর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, শনিবার সকালে খবর পেয়ে হামিদা নামের ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান পুণিশের এ কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৬মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা