সাংবাদিকরা মজা করবে তাই মাস্ক পরি না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ১০:৫৩
অ- অ+

তার চারপাশে পরিষদদের মুখে থাকে মাস্ক। এমনকি হোয়াইট হাউসেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছেন ট্রাম্প। কিন্তু তাকে কখনো ক্যামেরার সামনে মাস্ক পরা দেখা যায়নি। কারণ কী জানেন? সাংবাদিকদের ভয়ে। সাংবাদিকরা তাকে নিয়ে মজা করবেন এই ভয়ে তিনি মাস্ক পরেন না।

এই স্বীকারোক্তি স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফোর্ডের একটি কারখানা পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ট্রাম্প।

ফোর্ডের ওই কারখানায় করোনা চিকিৎসায় ব্যবহারের জন্য ভেন্টিলেটর তৈরি করা হচ্ছে।

অবশ্য সংবাদ ব্রিফিংয়ের সময় মার্কিন প্রেসিডেন্টের হাতে একটি কালো রংয়ের মাস্ক ছিল। এবং এটি তার পছন্দের বলেও জানান তিনি।

সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন, ফোর্ডের কারখানা পরিদর্শনের সময় তিনি মাস্ক ব্যবহার করেছেন।

সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকরা তার মুখে মাস্ক না থাকার কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, 'পেছনের জায়গাগুলো ঘুরে দেখার সময় আমি এটা পরেছিলাম। কিন্তু আমি সাংবাদিকদের এটি পরে দেখিয়ে মজা দিতে চাইনি।'

ট্রাম্প এ সময় তার হাতের কালো রঙের মাস্কটি তুলে দেখান, 'এই যে আমার মাস্ক। এটি আমি বেশ পছন্দ করেছি। মাস্ক পরলে আমাকে আরও ভালো দেখায়। কিন্তু আমি মিডিয়ার সামনে এটা পরিনি। আমার ধারণা, আপনারা অনেকে এর ছবিও তুলেছেন।'

(ঢাকাটাইমস/২২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা