কুলিয়ারচরে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, আহত ১৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ২১:৩২
অ- অ+

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। বুধবার বিকালে পৌর শহরের উজান দোয়ারিয়া মহল্লার লতিফ ভূইয়ার গ্রুপ ও খন্দকার এমাদ গ্রুপের মাঝে পূর্বশত্রুতার জের ধরে এ সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করে।

স্থানীয় ও পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে উজান দোয়ারিয়া মহল্লার লতিফ ভূঁইয়া ও খন্দকার এমাদ মিয়ার গ্রুপে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন লোক আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে সংঘর্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়ার পর দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা