আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে সহায়তা

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ২২:১৫
অ- অ+

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত জেলার পীরগঞ্জ উপজেলার ২১টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ৪২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর থেকে বিকালে জেলার পীরগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মাঝে নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা ও ঢেউটিন বিতরণ করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানান ও প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা ও ২ বান করে টিন প্রদান করেন।

উল্লেখ্য, গত ২৪ মে ভোরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া, বিরহলী, ভেলাতৈড়, চাপোড় মালঞ্চাসহ কয়েকটি গ্রাম। এতে ভেঙে পড়েছে শত শত গাছপালা। বিধ্বস্ত হয় অসংখ্য কাঁচা ও আধাপাকা বাড়ি-ঘর। ক্ষতি হয় উঠতি ফসলের।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা