ইউনাইটেডে আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ০৭:৫৮| আপডেট : ২৮ মে ২০২০, ০৮:৩০
অ- অ+

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুন লাগার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার রাতে সাত সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

আগুন লাগার কারণ, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, দায়বদ্ধতা ও ব্যর্থতা থাকলে তদন্তে তা তুলে ধরা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে তদন্ত কমিটিকে। তদন্ত কমিটির সদস্যদের নাম জানা যায়নি।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে এসি বিস্ফোরণে হাসপাতালটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই করোনা ইউনিটে চিকিৎসাধীন পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খোদেজা বেগম (৭০) এবং রিয়াজ উল আলম (৪৫)। পাঁচজনই করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে লাইফ সাপোর্টে ছিলেন।

ঢাকাটাইমস/২৮মে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা