মিথ্যা এক প্রেমের গল্প ‘ফেক প্রেম’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ০৯:২০| আপডেট : ২৮ মে ২০২০, ০৯:৩৯
অ- অ+

পারিবারিকভাবেই বিয়ে হয় রাহাত এবং রুপার। কিন্তু বাসর ঘরে রাহাত ঢুকেই দেখেন রুপা গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন। রাহাত তাকে বাঁচালেও রুপা সাফ জানিয়ে দেন তার অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে রাহাত বলেন তারও সম্পর্ক রয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। তারা একসঙ্গে থেকে পরিবারের অন্যদের সামনে সুখী দম্পতির অভিনয় করেন।

এমন নাটকীয়তার এক গল্প নিয়ে নির্মাতা সরদার রোকন নির্মাণ করেছেন নাটক 'ফেক প্রেম'। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিন।

নির্মাতা বলেন, সব প্রেম সত্যি হয়না,কিছু কিছু মিথ্যেও হয়। তেমনই একটি গল্প নিয়ে 'ফেক প্রেম' নির্মাণ করেছি। আশা করি,করোনাকালীন বর্তমান পরিস্থিতিতে ঘরে থাকা দর্শকদের জন্য নাটকটি বেশ উপভোগ্য হবে।

ফারহান আহমেদ জোভানের গল্পে নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ। জোভান ও ফারিন ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, শাহেদ খন্দকার, ইশরাত জাহানসহ অনেকে।

ঈদের সপ্তম দিন রোববার (৩১ মে) রাত ১১টা ৩০ মিনিটে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

ঢাকাটাইমস/২৮মে/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা