ত্রিশালে ছেলের হাতে বাবা খুন

ময়মনসিংহের ত্রিশালের আইয়ুব আলী (৭০) নামে এক ব্যক্তি নিজের ছেলের হাতে খুন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ছনকান্দা কামারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, আইয়ুব আলী তার সম্পত্তি ছেলে এনামুলকে না দিয়ে অন্য ছেলেদের লিখে দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে এনামুল তার বাবাকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আইয়ুব আলী অন্য ছেলেদের সঙ্গে থাকতেন। গত বুধবার তিনি এনামুলের বাড়িতে এলে পরদিন এ হত্যাকাণ্ড ঘটে। আয়ুব আলীর লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ঢাকাটাইমস/২৮মে/পিএল

মন্তব্য করুন