ডিএসসিসির নতুন প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ২১:০২
অ- অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে আরিফুল হককে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ডেপুটি জেনারেল ম্যানেজার (বৈদেশিক নিয়োগ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশ সূত্র এ তথ্য জানা গেছে।

আদেশে প্রশাসনের উপসচিব আরিফুল হককে প্রেষণে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছিল। বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে সেই বদলি আদেশটিও বাতিল করা হয়েছে।

এর আগে ২০১৭ সালের ৯ আগস্ট তাকে বোয়েসেলের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

অপর এক আদেশে সুনামগঞ্জের জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ এমরান হোসেনকে সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। প্রশাসনের এই উপসচিবকেও প্রেষণে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/কারই/এএ/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা