দুইশ টাকার ভাড়া ১৫০০ টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ২০:৫১
অ- অ+

ঈদের ছুটি শেষে টাঙ্গাইলের গোপালপুরের নলীন থেকে ঢাকার মহাখালীতে প্রাইভেটকারে যাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরমান হোসেন। তার অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় ঢাকায় ফিরতে যেখানে ২০০ টাকা ভাড়া লাগত সেখানে গুনতে হচ্ছে ১৫০০ টাকা। তার মতো এমন অসংখ্য মানুষ ঈদের ছুটিয়ে কাটিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ও স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছেন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী মানুষের ভিড় জমেছে। গণপরিবহন চলাচলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া দৃষ্টি থাকলেও অতিরিক্ত ভাড়া দিয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, খোলা পিক-আপ, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলে অবাধে যাত্রী যাতায়াত করছে।

এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে চালকরা নানা অজুহাত ও মহাসড়কে নানা হয়রানির অভিযোগ করে বলেন, ‘অতিরিক্ত খরচের টাকা ভাড়া হিসাবে যাত্রীদেরই বহন করতে হবে। নয়তো পায়ে হেঁটেই তাদের কর্মস্থলে যেতে হবে।’

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমরা চেকপোস্ট পরিচালনা করছি যাতে গণপরিবহন ও ট্রাকে কোনো মানুষ যাতায়াত না করতে পারে।’

তবে নিজস্ব পরিবহন চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছেনা বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২৯মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা