রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত যুবকের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২০, ১৫:২৫| আপডেট : ৩০ মে ২০২০, ২০:৫৯
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত রাজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাজন সোনারগাঁ উপজেলার আমগাঁও এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে।

নিহতের মামা আলতাফ কাজী জানায়, রূপগঞ্জ উপজেলার কাজীপাড়া এলাকায় মামার বাড়িতে থাকতেন রাজন। তিনি রূপসী এলাকায় একটি সমবায় সমিতি পরিচালনা করতেন। কলাবাগান এলাকার একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র পেশা গোপন করে তার থেকে ঋণ নেয়। এ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মাদক ব্যবসায়ী চক্রটির সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এরে জের ধরে গত ১৩ মে সন্ধ্যায় ইফতারের পর ফোন দিয়ে রাজনকে ডেকে নিয়ে ওই মাদক ব্যবসায়ী চক্রটি তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় স্থানীয় লাইফ এইড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে রাজনের শারিরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা তোফাজ্জল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

স্থানীয়রা জানান, রূপসী কলাবাগান এলাকাটি নির্জন ও সুনশান হওয়ায় এটি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ব কমাতে তারা পুলিশ ও জনপ্রতিনিধিদের জানালেও এ ব্যাপারে কোনো প্রতিকার পাননি। এ কারণে দিন দিন মাদক ব্যবসায়ীদের দৌড়াত্ব বৃদ্ধি পাচ্ছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, তদন্ত মোতাবেক অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ঢাকাটাইমস/৩০মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা