শিবচরে রাস্তার পাশ থেকে অজ্ঞান ব্যক্তি উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৯:৪০
অ- অ+

মাদারীপুরের শিবচরে রাস্তার পাশ থেকে অজ্ঞান (৪২) অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার সংলগ্ন ডিগ্রীরচর এলাকার কাঁঠালবাড়ী-চান্দেরচর আঞ্চলিক সড়কের পাশে ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তারা।

হারুন শিকদার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে গিয়ে দেখি রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন ওই লোক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এসময় কে বা কারা তাকে রাস্তার পাশে ফেলে গেছে তা কেউ বলতে পারে নি।’

শিবচর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইশরাত জাহান জানান, অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা ওই ব্যক্তির হাটুতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্ঞান ফিরলে তার পরিচয় জানা যাবে।

করোনার কোন উপসর্গ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তার জ্ঞান ফিরলে বিষয়টা বোঝা যাবে।’

ঢাকাটাইমস/৩জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা