করোনায় প্রাণ হারালেন আরও এক চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ০৮:৩৯
অ- অ+

প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম মো. মহিউদ্দিন। তিনি বারডেমের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে ১১ চিকিৎসকের মৃত্যু হলো।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. মহিউদ্দিন।

জানা গেছে, তিন সপ্তাহ আগে মহিউদ্দিনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। করোনায় আক্রান্ত হওয়ার পর ১৪ দিন ধরে আইসিইউতে ছিলেন ডা. মহিউদ্দিন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নিয়ে আট বছর আগে ইব্রাহিম মেডিকেল কলেজে যোগ দেন অধ্যাপক মহিউদ্দিন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকদের মধ্যে দেশে প্রথম প্রাণ হারান এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন। ওই অঞ্চলে ‘গরিবের ডাক্তার’বলে পরিচিতি পাওয়া এই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান।

৩ মে মারা যান আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মো. মনিরুজ্জামান। ১২ মে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

২৬ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান গাইনি বিশেষজ্ঞ ডা. আমিনা। ২ জুন মারা যান মনজুর রশীদ চৌধুরী। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট। অবসরের পর তিনি ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে রোগী দেখতেন।

ঢাকাটাইমস/৪জুন/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
‘শাপলা’ না রাখার ব্যাখ্যা দিল ইসি, কোন ১১৫টি প্রতীক চূড়ান্ত তালিকায়
প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা