আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ২১:২৬
অ- অ+

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় মো. জুয়েল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাসটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঘোষবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল খুলনা জেলার দিঘুলিয়া থানার মাঝির ঘাট গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় মার্চেন্টডাইজার হিসাবে চাকরি করতেন।

পুলিশ জানায়, সকালে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে কারখানায় যাচ্ছিল জুয়েল। এসময় ঘোষবাগ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নিকটস্থ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) টুম্পা সাহা বলেন, এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাসটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

এছাড়া নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৪জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা