কুমিল্লায় করোনায় দুই আ.লীগ নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ২৩:১৩
অ- অ+

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই আওয়ামী লীগ নেতা হলেন, কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ড আ.লীগের অর্থ সম্পাদক আবুল বাশার (৬৪) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আতিকুর রহমান জাহাঙ্গীর (৪৫)।

কুমিল্লা সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই ওয়ার্ড আ.লীগের অর্থ সম্পাদক আবুল বাশারের মৃত্যু হয়। আবুল বাশার কুমিল্লা নগরীর পুরাতন মৌলভীপাড়া এলাকার পুকুর পাড়ের পূর্বপাড়ের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায়। তিনি দীর্ঘদিন দুবাইপ্রবাসী ছিলেন। প্রায় ২ মাস আগে তিনি দেশে ফিরে আসেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আতিকুর রহমান জাহাঙ্গীর মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে। ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৪জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথম ঐতিহাসিক সমাবেশ করতে যাচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা