পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তৌফিক উমর করোনামুক্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ১২:৫৩| আপডেট : ০৬ জুন ২০২০, ১৩:৩২
অ- অ+

করোনা সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তৌফিক উমর। তিনি এখন করোনামুক্ত। করোনামুক্তির পর জানালেন নিজের অভিজ্ঞতার কথা। বললেন, করোনাকে হালকাভাবে নিলে বিপদ আছে, রোগ প্রতিরোধের উপর জোর দিতে হবে আমাদের।

উমর বর্তমানে পাকিস্তানের জাতীয় জুনিয়র নির্বাচন কমিটির সদস্য। করোনাভাইরাস সংক্রমণ ধরার পড়ার পর নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। শুক্রবার উমর দাবি করেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। ভাইরাস সংক্রমণের হাত থেকে মুক্তি পেয়েছেন। টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। গত ১৪ দিন ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন। সন্তানদের কাছে ঘেঁষতে দেননি। পরিবারের বয়স্ক সদস্যদের থেকেও নিজেকে দূরে রেখেছিলেন।

এর পরেই তিনি যোগ করেন, ‘আমি সকলের উদ্দেশে আর্জি জানাচ্ছি, নিজেদের খেয়াল রাখুন। কোভিড-১৯ সংক্রমণকে হালকা ভাবে নেবেন না। রাস্তাঘাটে সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। আগে থেকে সুরক্ষামূলক ব্যবস্থা নিন।’ ভাইরাস সংক্রামিত হলে, ভয় না-পেয়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপরেই জোর দিতে বলেন।

আটত্রিশ বছর বয়সি উমর পাকিস্তানের জাতীয় দলের হয়ে ৪৪টি টেস্ট ও ২২টি একদিনের ম্যাচ খেলেছেন।

(ঢাকাটাইমস/০৬ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী
তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
অভিষেকেই রেকর্ডবই ওলটপালট করলেন মুল্ডার, টেস্টে ট্রিপল সেঞ্চুরি
চুন্নুকে সরিয়ে ব্যারিস্টার শামীমকে মহাসচিব নিয়োগ দিলেন জিএম কাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা