র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ারের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ০৭:২৮| আপডেট : ০৭ জুন ২০২০, ১০:১৪
অ- অ+

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার ফলাফল পজিটিভ আসে। তবে তিনি পুরোপুরি সুস্থ আছেন।

রাতেই ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন সারওয়ার আলম। তিনি জানান, ‘কোভিড-১৯ পরীক্ষার পর ফলাফল পজিটিভ এসেছে। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি।’ তিনি সবার কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন।

করোনা শনাক্তের পর বর্তমানে তিনি বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশের এলিট ফোর্স র‌্যাবে যোগদানের পর থেকে সবসময় আলোচিত ছিলেন ম্যাজিস্ট্রেট সারওয়ার। মেধাবী ও সৎ অফিসার হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। বিশেষ করে ভেজাল খাদ্য, নকল কসমেটিকস ছাড়াও অবৈধ হাসপাতাল পরিচালনা, মাদকবিরোধী অভিযান এবং আলোচিত ক্যাসিনো অভিযানে সামনের সারিতে থেকে অভিযান পরিচালনা করেছেন তিনি।

এছাড়া ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক-গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ম্যাজিস্ট্রেট সারওয়ার। তাছাড়া রমজানের শুরুতেও বেশ কয়েকটি ভেজালবিরোধী অভিযান এবং হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন তিনি।

(ঢাকাটাইমস/৭জুন/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা