বগুড়ায় চিকিৎসক-পুলিশসহ ৮৮ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২০, ২৩:১০
অ- অ+

বগুড়ায় চিকিৎসক পুলিশ সাংবাদিক ও নার্সসহ নতুন ৮৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। শনিবার করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর তিনি এ তথ্য জানান।

ডেপুটি সিভিল সার্জন জানান, শনিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৮৮টি নমুনার ফলাফল পাওয়া যায়। যার মধ্যে ৪০টি নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এছাড়া টিএমএসএস মেডিকেলের ৫০টি নমুনার মধ্যে ২৭টি নমুনা পর ফলাফল পজিটিভ এসেছে। তবে টিএমএসএস থেকে দ্বিতীয় ধাপের আরো ২১টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে। যেগুলোর বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

নতুন আক্রান্ত ৮৮ জনের মধ্যে ৬৭ জনের বিস্তারিত রয়েছে। এদের মধ্যে ৫০ জন পুরুষ, ১৩ জন নারী ও চারজন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদরের ৪৪ জন, গাবতলীর আটজন, দুপচাচিয়ার তিনজন, সারিয়াকান্দির দুজন, কাহালুর দুজন, শিবগঞ্জের দুজন, আদমদীঘির একজন ও ধুনটের একজন বাসিন্দা রয়েছেন।

তবে এই ৬৭ জনের মধ্যেও চারজনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের ঠিকানা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

নতুন করে ৮৮ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন এবং মারা গেছেন ১৪ জন। ফলে বর্তমানে জেলায় ১১৭৪ জন করোনা রোগী রয়েছেন।

(ঢাকাটাইমস/১৩জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা