মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানবপ্রাচীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২০, ২০:৫৬
অ- অ+

মুন্সীগঞ্জে করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাব স্থাপনসহ সুচিকিৎসার দাবিতে মানবপ্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আয়োজনে এ দাবি আদায় কর্মসূচির দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানবপ্রাচীর স্থাপন হয়।

শহরের প্রধান সড়কে কফিন সামনে রেখে এই মানবপ্রাচীরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শতশত মানুষ অংশ নেয়। তারা অনতিবিলম্বে জেলায় করোনা শনাক্তকরণ ল্যাব স্থাপনসহ সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া আগামীকাল সোমবার কর্মসূচির শেষ দিনে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একই দাবিতে ঘন্টাব্যাপী অনশন কর্মসূচি পালন হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক সুজন হায়দার জনির সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, বর্তমান সাধারণ সম্পাদক শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনিরুজ্জামান শরিফ, উদীচী মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, নাট্যকার ও নির্দেশক শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঢালী, আনমনা প্রাঙ্গণের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন ফরিদ, বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, মানিককপুর যুব সমাজের সভাপতি সোহেল রানা রানু, অনিয়মিত'র সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাগর ও আয়োজক সংগঠনের সদস্য সচিব আবু সাত্তার মুন্সী প্রমুখ।

ঢাকাটাইমস/২১জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা