ফরিদপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২০, ২২:২৫

ফরিদপুরে করোনাভাইরাসজনিত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই বৃদ্ধ ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুরে লোকার বাসের টিকিট কাউন্টারের মাস্টার হিসেবে কাজ করতেন। তবে বর্তমানে তিনি বাড়িতে অবসর জীবন-যাপন করতেন।

গত ২১ তারিখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দেওয়া হয়। ওই দিনই পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

ওই বৃদ্ধের মেয়ে জানান, তার বাবা গত আট দিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তার ঠান্ডা লাগে। ঠান্ডা কোনভাবেই সারছিল না। এর সাথে পরে দেখা দেয় শ্বাসকষ্ট।

তিনি বলেন, মঙ্গলবার শ্বাস কষ্ট জোড়াল হলে তারা তার বাবাকে বেলা ১১টার দিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে এনে ভর্তি করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা বলেন, রাতে স্বাস্থ্যবিধি মেনে ওই বৃদ্ধর শেষ কৃত্য সম্পন্ন হবে।

সিভিল সার্জন ডা. ছীদ্দিকুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২১ জন।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :