চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২০, ২১:০৮
অ- অ+

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে শরীফুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জেলার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের কুরমান আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির আধা ঘন্টার মাথায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির জানান, গত তিন দিন আগে শরীফুলের জ্বর আসে। এরপর শরীরে ব্যথা ও বমি নিয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই যুবককে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার আধা ঘন্টার মধ্যেই মৃত্যু হয় তার।

জেলা সিভিল সার্জন মারুফ হাসান জানান, মৃত্যুর পর শরীফুল নামে ওই যুবকের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল নমুনাটি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, সরকারি নিয়ম ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রশাসনের লোকজনের উপস্থিতিতে শরীফুলের লাশ দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট ১৮৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০৩ জন করোনা রোগী শননাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন। মৃত্যু হয়েছে তিনজনের।

ঢাকাটাইমস/২৫জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা