ফিফার কাছ থেকে ৮ কোটি টাকা পাচ্ছে বাফুফে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২০, ১২:৩৬
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত ফুটবলের রিলিফ ফান্ডে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সেই ফান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশও (বাফুফে) ১০ লাখ মার্কিন ডলার সহায়তা পাবে।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফার সদস্য রাষ্ট্রগুলোর জন্য এ রিলিফ ফান্ড কাজ করবে। তবে কিভাবে এই অর্থ ব্যয় হবে সে ব্যপারে কঠোর নিয়ন্ত্রণ থাকবে ফিফার।

২১১টি সদস্য দেশ এ ফান্ডের মূল একটি পরিমান অর্থাৎ ১ মিলিয়ন (১০ লাখ) মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) করে পাবে। এর মধ্যে ৫ লাখ ডলার অবশ্যই নারী ফুটবলের ব্যয় করতে হবে বলে ফিফা নির্দেশ দিয়েছে।

একই সাথে প্রতি সদস্য দেশ কোভিড-১৯ রিলিফ লোনের জন্য ৩৫ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ৫ মিলিয়ন ডলার পর্যন্ত আবেদন করতে পারবে। কন্টিনেন্টাল সদস্য দেশগুলো রিলিফ হিসেবে পাবে ২ মিলিয়ন ডলার। এর সাথে রিলিফ লোন হিসেবে অতিরিক্ত ৪ মিলিয়ন ডলারের আবেদন করতে পারবে।

ইনফান্তিনো প্রতিশ্রুতি দিয়েছেন, অডিটের মাধ্যমে এ ফান্ড কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহার করতে হবে। লোনের ক্ষেত্রে স্বচ্ছ শর্ত সাপেক্ষেই তা প্রদান করা হবে।

ফিফা সভাপতি বলেন, ‘ক্লাব ও ফেডারেশনগুলো সত্যিকার অর্থেই বেশ বিপদে পড়েছে। বিশ্বের কিছু কিছু জায়গায় এখনো ফুটবল শুরু হয়নি। আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে।’

করোনভাইরাসের কারণে মার্চে বিশ্বজুড়ে ফুটবল বন্ধ হয়ে যাওয়ার পরেই এ রিলিফ ফান্ডের ঘোষণা দিয়েছিল ফিফা। যা এবার বাস্তাবায়নের পথে।

এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ সাংবাদ মাধ্যমে জানিয়েছেন, মূল টাকাই বাইরেও নারী ফুটবলের উন্নয়নে আরও ৫ লাখ মার্কিন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফিফা জানুয়ারিতে এ অর্থ দেবে।

তিনি আরও বলেন, তবে নারী ফুটবলের অর্থটা নির্ভর করবে বিভিন্ন শর্তের ওপর। ফলে এখনই বলা যাচ্ছে না, ওই খাত থেকে কী পরিমাণ অর্থ বাংলাদেশ পাবে। ত্রাণ তহবিল থেকে মোট দুই কিস্তিতে ১০ লাখ ডলার পাব, এটা বলা যায়।

(ঢাকাটাইমস/২৮ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
২০০ বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্ধুকের কপাট
ইশরাক সমর্থকদের চতুর্থ দিনের মতো নগরভবন ঘেরাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা