বার্সার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী নন মেসি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৩:৫৪| আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৪:০২
অ- অ+

২০২১ সালে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এই মৌসুমে চুক্তি বাড়ানোর কথা ছিল। তবে মেসি সেটা বাড়াতে রাজি হননি বলে জানিয়েছেন স্প্যানিশ রেডিও কাদেনা সার। চুক্তি বাড়ানো নিয়ে আলোচনাটা মেসি ভেস্তে দিয়েছেন বলে জানিয়েছে এই রেডিও।

ইএসপিএন বলছে, বর্তমান বার্সা বোর্ডের সঙ্গে মেসির বেশ ভালোই চাপান উতোর চলছে। ক্লাবের বিভিন্ন নীতি নিয়ে সন্তুষ্ট নন মেসি, বর্তমান কোচ সেতিয়েনকে নিয়েও প্রশ্ন আছে তার। তবে মেসি বেশি খেপেছিলেন এরনেস্তো ভালভের্দের বিদায়ে তার হাত আছে, এরকম একটা কথা চাউর হয়ে যাওয়ায়। দলবদলে বোর্ডের ভূমিকা ও সিদ্ধান্ত নিয়েও হতাশায় ভুগছিলেন মেসি, জানিয়েছে ইএসপিএন।

২০১৭ সালে বার্সার সঙ্গে চার বছরের চুক্তি করেছিলেন মেসি, যেটির পর এখন তার বেতন বছরে ২৬ মিলিয়ন পাউন্ড। চুক্তি বাড়ানো নিয়ে মেসি বা বার্সেলোনা, কেউই অবশ্য প্রকাশ্যে কিছু বলেনি।

তবে গত কিছুদিনে ক্লাবের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছেন মেসি। ভালভের্দের বিদায়ে খেলোয়াড় দের পরোক্ষভাবে অভিযুক্ত করার পর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের জবাব দিয়েছেন প্রকাশ্যে। করোনা ভাইরাসের সময় খেলোয়াড়দের বেতন কমানো নিয়েও সমালোচনা করেছেন বোর্ডের। ক্যারিয়ারের বেশির ভাগ সময় এসব নিয়ে চুপ থাকলেও এখন মেসি অনেক বেশি সরব হয়েছেন।

সেই ১৩ বছর বয়সে বার্সার লা মাসিয়া একাডেমিতে যোগ দেওয়ার পর থেকে পুরো ক্যারিয়ার এখানেই কাটিয়েছেন। কদিন আগেই ৩৩ পূর্ণ করেছেন মেসি, ছুঁয়েছেন ৭০০ গোলের মাইলফলকও। ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকিছুই।

(ঢাকাটাইমস/০৩ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
গোপালগঞ্জ ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর
যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ
নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত: বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা