বরিশালে ট্রলার ডুবে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ২০:২১
অ- অ+

বরিশালের হিজলা উপজেলার মেঘনার শাখা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ সাহিদা বেগম (৫০) নামে ওই নারীর লাশ উদ্ধার হয়েছে। ঘটনার ৩২ ঘন্টা পর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে এখনো নিখোঁজ রয়েছে তার নাতি সাইমুন (৪)।

নিহত সাহিদা বেগম ছয়গাঁও গ্রামের মোতালেব বেপারির স্ত্রী।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ বেল্লাল হোসেন জানান, হিজলার ছয়গাঁও বাজার থেকে ১১ জন যাত্রী নিয়ে বিশকাঠালি এলাকার উদ্দেশ্যে রওনা হয় ওই ট্রলার। হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের তোরে লাছোকাঠি এলাকায় পৌঁছালে ডুবে যায় ঠ্রলারটি। এসময় যাত্রীদের চিৎকারে আশেপাশে থাকা লোকজন নয়জনকে জীবিত উদ্ধার করে। কিন্তু সাহিদা বেগম ও তার নাতিকে উদ্ধার করতে পারেনি তারা। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের দল ব্যর্থ হয়ে চলে যায়। কিন্তু নৌ-পুলিশের অব্যাহত অভিযানে উদ্ধার হয়েছে ওই নারীর লাশ।

ঢাকাটাইমস/৩জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা