নতুন ফোন ও স্মার্টওয়াচ আনছে হুয়াওয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ০৯:১৩| আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৯:৩৪
অ- অ+

অসাধারণ ডিজাইনের হুয়াওয়ে নোভা সেভেন আই এবং ফ্যাশনেবল ওয়াচ জিটি-২ই দেশের বাজারে আসছে খুব শিগগিরই।

ক্যামেরা, ডিজাইন, ব্যাটারি আর ৮ জিবি র‌্যাম কনফিগারেশনের জন্য ইতিমধ্যে বিশ্ববাজারে দারুণ সাড়া ফেলেছে নোভা সেভেন আই।

এদিকে স্বাস্থ্য ও ফ্যাশন সচেতন মানুষদের জন্য ওয়াচ জিটি ২ সিরিজের ওয়াচ জিটি-২ই’তে মিলবে শারীরিক অনুশীলনের প্রায় ১০০ ধরণের ওয়ার্কআউট মোড। ওয়াচ জিটি-২ই নামের এ সংস্করণে যুক্ত হয়েছে কিছু নজর কাড়া নতুন ফিচার।

মোবাইল ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় ক্যামেরা ফিচার মিলবে হুয়াওয়ে নোভা সেভেন আই ফোনটিতে। রিয়ার ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। সেলফির জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটিতে থাকবে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। ৪০ ওয়াটের সুপারচার্জিং সুবিধাসহ মিলবে ৪২০০ এমএএইচের ব্যাটারি। ফলে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

এদিকে হুয়াওয়ে অ্যাপগ্যালারি সমর্থিত এ ফোনে প্রয়োজনীয় যে কোনো অ্যাপস পেতে নিজস্ব অ্যাপগ্যালারি ছাড়া ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’ দিয়ে অ্যাপ খুঁজে ডাউনলোড করা যাবে।

(ঢাকাটাইমস/৪জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা