দৌলতপুরে সাপের দংশনে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৯:৪৪
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের দংশনে মাহফুজ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে এবং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

শনিবার দুপুরে শিশুটির মরদেহ নিজ এলাকায় পৌঁছালে সেখানে হৃদয় বিদারক ঘটনা ঘটে এবং স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠে।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১১টার দিকে জামালপুর মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বিষাক্ত সাপে দংশন করে মাহফুজকে। পরে তাকে ওঝা দিয়ে সাপের বিষ নামানোর বৃথা চেষ্টা করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শিশুটি মারা যায়।

প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার সাপের দংশনে শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
তেহরিক-ই-তালেবান পাকিস্তানে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা