বান্দরবানে ৬ হত্যা: খাগড়াছড়িতে বিক্ষোভ জেএসএস লারমা গ্রুপের

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২৩:৫৫
অ- অ+

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) জেলা সভাপতি রতন তঞ্চঙ্গাসহ ছয়জনকে বান্দরবানে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশে এ হামলার জন্য সন্তু লারমাসমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে নিন্দা জানানো হয়।

বান্দরবানের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমাসহ পাঁচজনই খাগড়াছড়ির বাসিন্দা।

এসময় জনসংহতি সমিতির জেলা সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন- জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দীপন চাকমা, জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক প্রত্যয় চাকমা, জকি চাকমা, জিনিত চাকমা প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলার ঘটনার বিচার দাবি করেন, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ!
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা