গোপালগঞ্জে ইজিবাইক চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে সাতটি ইজিবাইকসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রেসব্রিফিং করে জানান, গোপন সংবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া, মুকসুদপুর উপজেলাসহ জেলার অন্যান্য স্থানে অভিযান চালানো হয়। এসময় সাতটি চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, রতন বিশ্বাস, জিমুত সরকার উভয়ের বাড়ি গোপালগঞ্জের সাতপাড় মধ্যপাড়া গ্রামে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/৮জুলাই/এলএ)

মন্তব্য করুন