বরিশালে নিখোঁজ মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ২১:৩৮
অ- অ+

বরিশালের বানারীপাড়ায় নিখোজেঁর দুই দিন পর আয়েশা নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আউয়াল গ্রামের খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ওই ছাত্রীকে হত্যায় জড়িত সন্দেহে আউয়ার গ্রামের বাসিন্দা সিদ্দিক, তার স্ত্রী ও দুই ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত আয়েশা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গত মঙ্গলবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ওই ছাত্রীকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে খালে ফেলে দেওয়া হয়েছে। তবে কেন ও কিভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু স্বীকার করছেন না আটকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিখোঁজ মাদ্রাসাছাত্রীর লাশ আউয়ার খালে জালের সঙ্গে পেচানো অবস্থায় দেখতে পায় সিদ্দিক। পরে তিনি লাশটি গুম করার উদ্দেশে ভারি কোনো বস্তুর সঙ্গে বেঁধে ফেলে দেয়। এরপর স্থানীয়দের সহায়তায় সিদ্দিক, তার স্ত্রী ও দুই ছেলেকে আটক করে পুলিশ। এরপর ডুবুরিরা বিকেলে আওয়াল খাল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।

ঢাকাটাইমস/৮জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা