তৃতীয় দফা করোনা পরীক্ষা করালেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২০:৪১

রবিবার তৃতীয় দফা কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আশা করছেন এবারের রিপোর্ট নেগেটিভ আসবে।

নড়াইল-২ আসন থেকে নির্বাচিত বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফির দেহে গত ২০ জুন প্রথম এই ভাইরাসের সংক্রমন ধরা পড়ে। ৪ জুলাই তিনি দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করান। সেখানেও ফল পজিটিভ আসে।

দুই দফা কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট আসলেও মাশরাফির দেহে বড় কোনো সমস্যা দেখা দেয়নি। মিরপুরের নিজ বাসভবনে থেকেই তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন। তার স্ত্রী সুমনা হক সুমি ও ভাই মুরসালিন বিন মর্তুজার দেহেও এই মরণঘাতি ভাইরাস বাসা বেঁধেছে। তবে তাদেরও শারিরিক কোনো জটিলতায় পড়তে হয়নি।

মাশরাফি বলেছেন যে, তিনি এবং তার পরিবারের সদস্যরা আজ (রবিবার) আবারো কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছেন। এখন তিনি ফলাফলের অপেক্ষায় আছেন। নিজে ঘোষণা না দেয়া পর্যন্ত কোভিড সংক্রান্ত তার ফলাফলের রিপোর্ট সংক্রান্ত মনগড়া কোন সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমে অনুরোধও জানিয়েছেন মাশরাফি।

কিছু কিছু মিথ্যা সংবাদের উল্লেখ করে মাশরাফি নিজের ফেইসবুক আইডিতে লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। ইতোপুর্বে আমার করোনা ভারইরাসের পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। এসব সংবাদ বিশ্বাস না করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করায় আমি সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। আপনাদের এই অকৃত্রিম ভালবাসা আমাকে আরো দায়িত্বশীল করেছে। সঠিক সংবাদটিই আমলে নেবেন। পরীক্ষার ফলাফল পাওয়া মাত্র যত দ্রুত সম্ভব আমি আপনাদের জানিয়ে দেব। আমার জন্য দোয়া করবেন এবং ভাল ও সাবধানে থাকবেন।’

(ঢাকাটাইমস/১২ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপে প্রথম অঘটন: সুপার ওভারে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র

শ্বাসরুদ্ধকার ম্যাচে সুপার ওভারে গড়াল পাকিস্তান-যুক্তরাষ্ট্র ম্যাচ

শুরুর ধাক্কা কাটিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাকিস্তান

যুক্তরাষ্টের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপের মাঝে হঠাৎ যে কারণে হোটেল পাল্টাল পাকিস্তান দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

ভারত ও বাংলাদেশের ১২ ফুটবলারকে রিয়াল মাদ্রিদে প্রশিক্ষণে নেবে হ্যালো সুপারস্টার্স

আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম: সাকিব

কোনো ম্যাচ না জিতলেও ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে বাংলাদেশ

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে রোহিত শর্মার তিন রেকর্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :