‘অ্যাশেজের মতোই উত্তেজক ভারত-অস্ট্রেলিয়া সিরিজ’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ০৯:৩৮
অ- অ+

ক্রিকেটবিশ্বে সবচেয়ে উত্তেজক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ধরা হয় অ্যাশেজকে। যখন মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া অবশ্য মনে করেন ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের রোমাঞ্চও অ্যাশেজের সমান।

ইন্টারনেটে এক আলোচনায় স্টিভ বলেছেন, ‘‌বর্ডার–গাভাসকার ট্রফি অ্যাশেজেরই সমান। যাতে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা ধরা পড়ে। আমার খেলা গ্রেটেস্ট ম্যাচ হল টাই টেস্ট। আবার কলকাতায় টেস্ট হার এখনও কষ্ট দেয়।’‌

বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতের। সেখানে চার টেস্টের সিরিজে অংশ নেবে দুই দল। ১১ ডিসেম্বর থেকে শুরু বর্ডার–গাভাসকার ট্রফির প্রথম টেস্ট। শেষ টেস্ট শুরু হবে পরের বছরের ৩ জানুয়ারি। দু’বছর আগে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির ভারত। এবারের সফর ঘিরে তাই আগ্রহ বাড়ছে ক্রিকেটমহলে।

ভারতের প্রতি তার আবেগ নিয়ে স্টিভ বলেছেন, ‘‌ভারত খুব মজার জায়গা। আমি তো যখনই যাই, জানলা দিয়ে বাইরে না তাকিয়ে পারি না। ভারতকে ভালবেসে ফেলেছি। ক্রিকেটের মধ্যে দিয়ে দারুণ সংযোগ গড়ে উঠেছে ভারতের সঙ্গে।’‌

ভারতে ক্রিকেট কেন ধর্ম হয়ে উঠেছে, তা ব্যাখ্যা করে একটি বই লিখছেন ১৯৯৯ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক। স্টিভ বলেছেন, ‘‌এই বই ভারত ও অস্ট্রেলিয়াকে কাছাকাছি আনবে। ভারতের প্রচুর বৈচিত্র। ক্রিকেটের প্রতি প্যাশন মারাত্মক। আমি এমন একটা বই বের করতে চাই যাতে ছবি দেখে ভারত সম্পর্কে লোকে অবাক হয়ে যাবে। ক্রিকেট কেন ভারতে ধর্ম হয়ে উঠেছে সেটাই বোঝাতে চাইছি আমি।’‌

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা