শ্রীলঙ্কায় ক্যাম্প আয়োজন করবে বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২০, ১১:০৭
অ- অ+

জাতীয় দলের পাইপলাইন প্রস্তুতে লক্ষ্যে বেশ কয়েকবছর ধরে হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে করোনা প্রভাবে চলতি বছর এই প্রোগ্রামটি শুরু করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বিকল্প হিসেবে বাইরের দেশে ক্যাম্পটি পরিচালনা হতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এ নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথেও প্রাথমিক আলোচনা সেরেছে বিসিবি।

আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরুর কথা রয়েছে। শুরু হেতে পারে এইচিপির ক্যাম্পও, ইতোমধ্যে ২৬ জন ক্রিকেটারের তালিকাও তৈরি করে রেখেছে নির্বাচকরা। তবে দেশে সম্ভব না হলে শ্রীলঙ্কা কিংবা অন্য কোন দেশেও হতে পারে এই প্রোগ্রাম।

এক ভিডিও বার্তায় বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন তাদের লক্ষ্য দেশেই ক্যাম্প আয়োজন করা। কোনভাবে সম্ভব না হলেই বাইরের দেশ নিয়ে চিন্তা করবে, ইতোমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে লঙ্কান বোর্ডের সাথেও।

নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের প্রত্যেক বছরে হাই পারফরম্যান্সের (এইচপি) একটা প্রোগ্রাম থাকে এবং সেই প্রোগ্রামের আওতায় অনেক ক্রিকেটার ট্রেনিং করে, স্কিল নিয়ে কাজ করে। যেহেতু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এখনো অনুকূলে না, এ কারণে আমরা নিশ্চিত না দেশে কতটা সফলতার সাথে এ প্রোগ্রামগুলো করতে পারবো। এর আলোকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের খুবই প্রাথমিক পর্যায়ের একটি আলোচনা হয়েছে।’

‘যদি সম্ভব হয় এবং সবকিছু স্বাভাবিক থাকে এইচপি প্রোগ্রামটা দেশেই করবো। সেক্ষেত্রে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে আমরা চেষ্টা করবো শ্রীলঙ্কা কিংবা অন্য কোন দেশে বিকল্প তৈরি করতে।’- নিজাম উদ্দিন যোগ করেন।

(ঢাকাটাইমস/১৭ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরার বাড়িতে থাকতে পারবেন তুরিনের মা, আপিল বিভাগের আদেশ
বিদেশে নির্মিত সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
‘মেট গালা’য় প্রথম ভারতীয় পুরুষ হিসেবে শাহরুখের ইতিহাস
প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা