এএফসি কাপের ম্যাচ মালদ্বীপে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০২০, ২৩:০৪ | প্রকাশিত : ২১ জুলাই ২০২০, ২২:৫৯

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত এএফসি কাপ ২০২০ (দক্ষিণ এশিয়া) গ্রুপ ‘ই’ এর বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে মালদ্বীপে। ভেন্যুগুলোর নাম ন্যাশনাল স্টেডিয়াম এবং আদ্দু স্টেডিয়াম। পাশাপাশি এএফসি উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি অতিথি দলকে যাতায়াত বাবদ ৪০ হাজার মার্কিন ডলার এবং থাকা-খাওয়া বাবদ ৯০ হাজার মার্কিন ডলার সাবসিডি প্রদান করা হবে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘এএফসি গ্রুপ ই পর্বের খেলাগুলো আয়াজনের লক্ষ্যে প্রতিযোগী ৩টি দেশকে (বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ) গত ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করতে অনুরোধ জানায়। বাংলাদেশ ও ভারত ভেন্যুর জন্য আবেদন করেনি। অন্যদিকে, মালদ্বীপ ভেন্যু নিতে আগ্রহী হয় এবং সকল ক্রাইটেরিয়া পূরণ করে। ফলে এএফসি মালদ্বীপকে আয়োজক দেশ হিসেবে মনোনীত করে।’

তিনি আরো বলেন, ‘ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের অনুশীলন মাঠ নির্ধারণ করবে। তবে প্রত্যেক দলের সদস্যদের স্ব স্ব দেশ ত্যাগের পূর্বে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে এবং পরবর্তীতে মালদ্বীপ পৌছানোর পর ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ এর সহযোগিতায় পুনরায় কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে। এছাড়া ফিকশ্চার অনুসারে নিজ নিজ খেলার নূন্যতম ৪ দিন পূর্বে সংশ্লিষ্ট দলকে ভেন্যুতে পৌছাতে হবে।’

করোনার কারণে গত মার্চে স্থগিত হয়ে যায় এএফসি কাপের গ্রুপ পর্বের খেলা। কিন্তু বর্তমানে পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় আগামী অক্টোবরে এই প্রতিযোগিতা পুনরায় আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ‘ই’ গ্রুপের চার দলের মধ্যে মালদ্বীপেরই রয়েছে দুইটি দল। দল দুইটি হলো মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ও টিসি স্পোর্টস। একটি দল ভারতের। দলটির নাম চেন্নাই সিটি। একটি দল বাংলাদেশের। দলটির নাম বসুন্ধরা কিংস।

(ঢাকাটাইমস/২১ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :