গ্রিসের খোলা মাঠে ঈদ উল আযহার নামাজ আদায়

জহিরুল ইসলাম, এথেন্স (গ্রিস) থেকে
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ০০:৩০

গ্রিসের রাজধানী এথেন্সের প্রাণকেন্দ্রে অবস্থিত প্লাতিয়া কুমুদুরুর মাঠে বাংলাদেশ কমিউনিটির নেতৃত্বে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় গ্রিক সরকারের পক্ষ থেকে খোলা মাঠে নামাজ আদায় করার অনুমতি সাপেক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় হাফেজ জামিলের ইমামতিতে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়।

উক্ত নামাজে গ্রিস প্রবাসী সব রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিক নেতাদের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিক সরকারের প্রশাসনিক বাহিনীর সহযোগিতায় ঈদুল আযহার নামাজ আদায় করা হয়েছে। এতে প্রবাসীরা করোনার নিয়মকানুন মেনে চলে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযহার নামাজ আদায় করা হয়েছে।

নামাজ পরবর্তী গ্রিসে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত জসীমউদ্দিন বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে নিজের মত প্রকাশ করেন। গ্রিস প্রবাসীসহ সব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মতামত প্রদান করেন। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ বাংলাদেশের সব শ্রেণি পেশার মানুষের জন্য দোয়া ও শুভকামনা এবং ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :