করোনার উচ্চঝুঁকি, ৩১ দেশের ফ্লাইট বন্ধ করল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ০৮:৫৯
অ- অ+

মহামারি করোনাভাইরাস সংক্রমণের উচ্চঝুঁকি ঠেকাতে ৩১টি দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে কুয়েত। দেশটির সিভিল এভিয়েশনের মহাপরিচালক জানিয়েছেন, শনিবার এটি কার্যকর হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। খবর রয়টার্সের।

এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কা, চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি ও ইরাক। এসব দেশের সঙ্গে কুয়েতের গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ রয়েছে।

অল্প পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দেয়ার দিনই কুয়েত এই নিষেধাজ্ঞা আরোপ করল। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সক্ষমতার ৩০ শতাংশ নিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে। যা ধীরে ধীরে বাড়ানো হবে।

মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্ধেক পরিসরে বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে।

কুয়েতে ৬৭ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত এই মহামারিতে ৪৪৭ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা টাইমস/০২আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা