টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা হত্যায় তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ১৭:০৫
অ- অ+

টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম তালুকদার ওরফে নিক্সনকে (৪৮) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার ঈদের আগের রাতে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার খুন হন। তার আজগড়া গ্রামের বাড়ি থেকে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলা সদরের বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করেন।

তিনি সদর উপজেলার লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

নিহত আমিনুল ইসলাম তালুকদারের ভাই আব্দুল্লাহ আল মামুন তালুকদার রবিবার রাতে ধনবাড়ী থানায় মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে। পরে ধনবাড়ী থানার পুলিশ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে।

ধনবাড়ি থানার ওসি চান মিয়া জানান, গোপালপুরে আওয়ামী লীগ নেতাকে হত্যা মামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সুমন, সুজন ও ফারুক তিনজনের বাড়িই গোপালপুর উপজেলার বন্ধ আজগড়া গ্রামে। সোমবার দুপুরে তাদের কোর্ট হাজতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/৩আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা