এবার পদ্মায় বিলীন শিমুলিয়ার ৪নং ঘাট, ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ০৯:৪৯| আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৬:২৬
অ- অ+

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় আবারও পদ্মার ভাঙন শুরু হয়েছে। দ্বিতীয় দফা ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ৪নং ফেরি ঘাটটি।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হওয়ার তিন ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ৪ নং ফেরি ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এখনো নতুন নতুন জায়গা ভেঙে নদীতে বিলীন হচ্ছে।

এ নিয়ে নয়দিনের ব্যবধানে দুই দফা ভাঙনে শিমুলিয়ার চারটি ফেরিঘাটের মধ্য দুটি ঘাট পদ্মায় বিলীন হলো। এর আগে গত ২৮ জুলাই ভেঙে যায় ৩ নং রোরো ফেরিঘাটটি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এর মধ্যেই ৪নং ফেরিঘাটটিসহ এপ্রোচ সড়ক ও ঘাটের কয়েকশ’ ফিট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। সকাল ৭টায় সর্বশেষ ফেরিটি কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ফেরিসহ সকল নৌযান বন্ধ রয়েছে। ভাঙন ২নং ভিআইপি ঘাটের দিকে অগ্রসর হচ্ছে।

ঢাকাটাইমস/৬আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা