ফরিদপুরে দুই হাজার বন্যার্ত পরিবারে আওয়ামী লীগের খাদ্য সহায়তা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১৬:১২
অ- অ+

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে দুই হাজার বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার সকাল ১১টায় সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিভিন্নস্থানে বানভাসী মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, শামসুল হক ভোলা মাস্টার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেন, জেলা মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদ, মাহবুবুর রহমান খান, খলিফা কামালউদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক স্বপন পাল, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক শামীম তালুকদার প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের নেয়া কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার চারটি ইউনিয়নে বন্যার্ত দুই হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, চিনি ও লবনসহ স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়।

(ঢাকাটাইমস/১২আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা