বৈরুত বিস্ফোরণে ক্ষতি ১৫০০ কোটি ডলার: লেবানন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ০৮:৪৭
অ- অ+

লেবাননের রাজধানী বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণে এক হাজার পাঁচশ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। ওই বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক তদন্তে এ তথ্য জানিয়েছে বলে প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন। খবর পার্সটুডের।

গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে দেড় শতাধিক লোক নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। বন্দরের গুদামে থাকা ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের ফলে প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছে। রাজধানী বৈরুতসহ দেশের ভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে দিয়াবের মন্ত্রিসভা পদত্যাগ করে। প্রেসিডেন্ট মিশেল আউন পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত হাসান দিয়াবকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন।

ঢাকা টাইমস/১৩আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা