ইমরান খানের কাছে ক্ষমা চাইলেন মিয়াঁদাদ!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১২:২৭| আপডেট : ২২ আগস্ট ২০২০, ১২:৫৩
অ- অ+

বরাবরই উত্তপ্ত মন্তব্য করে আলোচনা-সমালোচনায় থাকেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। দিনকয়েক আগেই পাকিস্তান ক্রিকেটের ধ্বংসের নেপথ্যে দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করে বেফাঁস মন্তব্য করেন তিনি। ৬৩ বছর বয়সী প্রাক্তন অধিনায়ক এবার আচমকা ক্ষমা চেয়ে নিলেন ইমরান খানের কাছে। এক টিভি চ্যানেলে সাক্ষাতকার দেওয়ার সময় তিনি ইমরান খানের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স দেখে আমি খুব রেগে গিয়েছিলাম। তাই যা নয় তাই বলে ফেলেছি।

মিয়াঁদাদের অভিযোগ ছিল, ইমরান পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যাদের নিয়োগ দিয়েছেন তাদের নূন্যতম ক্রিকেটজ্ঞান নেই। এমনকি ইমরান পাকিস্তানিদের প্রাধান্য দেন না বলেও অভিযোগ করেছিলেন মিয়াঁদাদ।

তবে সম্প্রতি পিসিবি ঘরোয়া দলের কোচ হিসেবে নিয়োগ দেয় মিয়াঁদাদের বোনের ছেলে ফয়সাল ইকবালকে। এতেই সুর নরম হয়ে গেছে মিয়াঁদাদের। সরাসরি ক্ষমাই চেয়ে বসেছেন সাবেক এই ক্রিকেটার।

মিয়াঁদাদ বলেন, ‘আমি যদি কারও বিরুদ্ধাচরণ করে থাকি, তাহলে এজন্য ক্ষমাপ্রার্থী। বিশেষ করে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। আমি আসলে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের পারফরম্যান্সের পর ক্ষিপ্ত ছিলাম।’

পাকিস্তান জাতীয় দলের পারফরম্যান্সের কারণে ইমরানকে তুলোধুরো করেছিলেন মিয়াঁদাদ। এমনও বলেছিলেন- ইমরান নাকি পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন।

তবে দুঃখ প্রকাশ করে মিয়াঁদাদ এখন বলছেন, ‘পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে।’

মিয়াঁদাদ এক ভিডিও বার্তায় বলেছিলেন, পাকিস্তান ক্রিকেটের দায়িত্বে যারা আছেন তাদের অধিকাংশ ব্যক্তিই খেলাধুলার মূল বিষয় জানেন না। তাদের সরিয়ে উপযুক্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার জন্য মিয়াঁদাদ ব্যক্তিগতভাবে ইমরানের সাথে আলোচনা করবেন বলেও ভিডিওতে দাবি করেছিলেন। বিশেষ করে পিসিবির সিইও ব্রিটিশ পাকিস্তানি নাগরিক ওয়াসিম খানের বিরুদ্ধে মিয়াঁদাদের আক্রোশ বেশি ছিল।।

(ঢাকাটাইমস/২২ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা