বুড়িমারী স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১৬:২১

লালমনিরহাট বুড়িমারী স্থল বন্দর কর্তৃপক্ষ পণ্য বোঝাই গাড়ি পার্কিং চার্জ আকষ্মিকভাবে বৃদ্ধি করায় আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন ব্যাবসায়ীরা। শনিবার সকাল ১০টা থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়ায় বন্ধ হয়ে পড়ে বুড়িমারী স্থল বন্দরের স্বাভাবিক কার্যক্রম।

বুড়িমারী স্থল বন্দরের আমদানিকারক সিএন্ডএফ সভাপতি রুহুল আমিন বাবুল জানান, বুড়িমারী স্থল বন্দর দিয়ে যেসব পণ্য বোঝাই গাড়ি প্রবেশ করতো সেগুলোর সার্ভিস চার্জ ছিল প্রতি গাড়ি ২০০ টাকা। বিনা নোটিসে হঠাৎ করে শনিবার সকাল থেকে গাড়ি প্রতি চার্জ বাড়িয়ে ৬০০ টাকা করে।

বুড়িমারী স্থল বন্দরের কাস্টমস সহকারী কমিশনার সুমন কুমার চাকমা জানান, রাজস্ব বোর্ডের নির্দেশে সার্ভিস চার্জ বাড়ানা হয়েছে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :