নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ২১:০৮
অ- অ+

নড়াইলের বড়দিয়া বাজারের তেল ও মুদিদোকানি খোকন সাহাকে (৫৫) নিজ বাড়িতে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খোকন সাহার মাথা ও হাতে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোকন নড়াগাতি থানার চোরখালী গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াইলের বড়দিয়া বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে খোকন সাহা মঙ্গলবার রাতে বাড়ির দিকে রওনা হন। রাত ৮টার দিকে তালাবদ্ধ ঘর খোলার সময় ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত খোকন সাহাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। বড়দিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে খোকন সাহাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খোকন সাহা বাড়িতে একা থাকেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

স্থানীয় চিকিৎসক জগদীশ চন্দ্র সরকার বলেন, খোকন সাহার মাথায় তিনটি কোপ বেশ গুরতর এবং ডান হাতেও দু’টি কোপ রয়েছে।

এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, কে বা কী কারণে খোকন সাহাকে কুপিয়ে জখম করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে তার বাড়ি থেকে কোনো কিছুই খোয়া যায়নি। তার পরিবারের লোকজন বাইরে থাকায় বাড়িতে একাই থাকেন তিনি।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা