২৩ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১২:৩৭

বৈরী আবহাওয়ার কারণে ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের লঞ্চ চলাচল। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই রুটটিতে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, নদীতে প্রচণ্ড স্রোত এবং বৈরী আবহাওয়ার কারণে গত বুধবার সকাল ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরদিন সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় এই রুটের ১৭টি লঞ্চ চলাচল শুরু করা হয়।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/পিএল)

মন্তব্য করুন