ছুটি বেড়েছে প্রাথমিকেও, শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১৮:৫৮

ক্ষুদে শিক্ষার্থীদের সুরক্ষায় প্রাথমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ৩ অক্টোবর পর্যন্ত। তবে শিশুদের এই সময়গুলোতে নিজ বাড়িতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্কুল বন্ধের সময়গুলোতে শিক্ষার্থীদের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে প্রধান শিক্ষক এবং স্থানীয় প্রশাসনকে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে প্রধান শিক্ষকদের অভিভাবকের সহায়তা নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারীকৃত নির্দেশনা ও অনুশাসনসমূহ মেনে চলার জন্যও বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/টিএটি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :