ট্রেনে কাটা পড়ে ঈশ্বরদীতে ট্রাকচালক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ২০:৫১

মালবাহী সান্টিং ট্রেনের বগির নিচে কাটা পড়ে পাবনার ঈশ্বরদীতে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী জংশনের দক্ষিণ পাশের রেল ইয়ার্ডে মালবাহী ট্রেন সান্টিং করার বৃহস্পতিবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম বিল্লাল হোসেন (৩৬)। তিনি ঈশ্বরদীর রূপপুরের ফুটু মার্কেট এলাকার মৃত আমিরুল মৃধার ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল চন্দ্র ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ইয়ার্ড উন্নয়ন ও সংস্কার কাজের বালু সরবরাহের জন্য বিল্লাল ট্রাক নিয়ে এসে অপেক্ষা করছিল। ঘটনার সময় বিল্লাল ও আরো দুজন বৃষ্টির কারণে থামানো ট্রেনের বগির নিচে রেল লাইনের উপর বসে গল্প করছিল। হঠাৎ করেই সান্টিংর জন্য মালবাহী ২টি বগি দ্রুত গতিতে তাদের দিকে ধেয়ে আসে। এসময় অন্য দুজন লাফ দিয়ে সরে গেলেও বিল্লাল বগির নিচে আটকা পড়লে তার দেহ দ্বি-খণ্ডিত হয়। এতে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :