যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আট কিশোরের রিমান্ড

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ২১:০২

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বন্দি আট কিশোরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে কিশোর উন্নয়ন কেন্দ্রের ভেতরেই একটি কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে বলে আদালত আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ টি এম মুসা এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া শিশু উন্নয়ন কেন্দ্রের আট কিশোর হলো- গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসেন ও মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসেন ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল ওরফে পলান, কুড়িগ্রামের রিফাত আহমেদ ও চুয়াডাঙ্গার আনিছুজ্জামান।

এ মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন, তদন্তের জন্য ওই আট কিশোরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হওয়ায় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরেই তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য বলেছেন। এর আগে কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ওই আট কিশোরকে এ মামলায় আদালতের মাধ্যমে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।

গত ১৩ আগস্ট যশোর শহরতলির পুলেরহাটে কিশোর উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে সেখানে বন্দি তিন কিশোর নিহত হয়। এ ঘটনায় নিহত কিশোর রাব্বির বাবা মামলা করেন। এ মামলায় ওই কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :