বরিশালে মাটি খুঁড়ে ককটেল উদ্ধার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১৯:৩৪

বরিশালের গৌরনদী উপজেলায় মাটির নিচে পুঁতে রাখা পাঁচটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার ককটেলগুলো উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, উপজেলার খাঞ্জাপুর গ্রামের হাচেন আলী মৃধার ছেলে সোবাহান মৃধার ঘরের পূর্ব পাশে মাটির নিচে ওই ককটেল পুঁতে রাখা ছিল। গত বৃহস্পতিবার এই খবর স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গর্ত খুঁড়ে রাখার আলামত দেখতে পায়। পরে স্থানটি লাল ফিতা দিয়ে ঘিরে রেখে পুলিশ মোতায়েন করা হয়।

সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞ ২২ ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা শনিবার দিনভর সেখানে অভিযান পরিচালনা করে। তারা মাটি খুড়ে লাল টেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটা দিয়ে তৈরি পাঁচটি ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করে।

অভিযান দলের ক্যাপ্টেন শাতিল আহম্মেদ জানান, সালফার ও মাছ শিকারের জালের লোহার কাঠি দিয়ে ককটেল তৈরি করা হয়েছে। বিকাল ৩টায় উদ্ধার অভিযান শেষ হয়েছে।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :