করোনায় রাজবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজবাড়ীর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী এম এ খালেক।
শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এম এ খালেকের পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট করোনা উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দেন তিনি। তিন দিন পর করোনার ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন।
১৮ আগস্ট রাতে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার পর তার অবস্থা আরও অবনতি হতে থাকে। পরবর্তীতে তাকে দ্রুত লাইফ সাপোর্টে রাখা হলে রাত পৌনে ১১টার দিকে না ফেরার দেশে চলে যান তিনি।
রবিবার দুপুর ১২টায় রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে এম এ খালেকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে সমাহিত করা হবে।
ঢাকাটাইমস/৩০আগস্ট/এমআর

মন্তব্য করুন