আগস্টে মূল্যস্ফীতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ২০:২২
অ- অ+

চলতি অর্থবছরের আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ, যা গত মাসে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। এটি গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ দশমিক ৬২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য মঙ্গলবার প্রকাশ করা হয়।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক শূণ্য ৮ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৫ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে আগস্টে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক শূণ্য ৫ শতাংশ, যা জুলাইতে ছিল ৫ দশমিক ২৮ শতাংশে।

গ্রামীণ সূচক খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ যা জুলাইয়ে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশে। খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৪ দশমিক ৭০ শতাংশ যা গত মাসে ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ। সাধারণে আগস্টে মূল্যস্ফীতি হয়েছে, ৫ দশমিক ৬০ শতাংশ যা আগের মাসে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ।

শহর সূচকে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬ দশমিক শূণ্য ৬ শতাংশ যা জুলাইতে ছিল ৫ দশমিক ৭২ শতাংশ। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ যা আগের মাসে ছিল, ৫ দশমিক ৬৮ শতাংশ। সাধারণে মূল্যস্ফীতি হয়েছে, ৫ দশমিক ৮১ শতাংশ যা জুলাইতে ছিল ৫ দশমিক ৭২ শতাংশ।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/জেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা