সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:১২
অ- অ+

বিজয় টিভির ধামরাই প্রতিনিধি মো. জুলহাস উদ্দিনকে নির্মমভাবে হত্যা এবং কক্সবাজারে সময় সংবাদের স্টাফ রিপোর্টার সুজাউদ্দীন রুবেলকে হত্যাচেষ্টাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে চাঁদপুরের বিভিন্ন স্তরের অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। চাঁদপুর প্রেস ক্লাব ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে উল্লেখিত ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপাতি গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, বি এম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সহ-সভাপতি রহিম বাদশা, লক্ষন চন্দ্র সূত্রধর, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ প্রমুখ।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা