আট দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৬| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৭
অ- অ+

পদ্মায় ডুবোচরের কারণে টানা আট দিন বন্ধ থাকার পর ড্রেজিংয়ে নাব্য ফিরিয়ে এনে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পরিক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার বিকাল চারটায় ২ নং ঘাট থেকে রো রো ফেরি জাহাঙ্গীর ও ফেরি কাকলি এবং ফেরি ক্যামেলিয়া ৩ নং ঘাট থেকে ছেড়ে গেছে।

পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে বিআইডাব্লিউটিএর ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য সমস্যা নিরসন হওয়ায় পরই পুনরায় ফেরি চালাচল শুরু হলো।

তবে বতর্মানে নৌরুটের বহরে থাকা ১৭টি ফেরি মধ্যে সীমিত পরিসরে ৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে বলে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে, রাতের বেলা ফেরি চলাচলের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, ড্রেজিং করে চ্যানেলে নাব্য ফেরানো হয়েছে। পরীক্ষামূলকভাবে আমরা ফেরি চালু করেছি। ২ নম্বর ঘাট থেকে রো রো ফেরি জাহাঙ্গীর ও ফেরি কাকলি এবং ৩ নম্বর ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ছেড়ে গেছে। এই তিনটি ফেরি নির্বিঘ্নে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছাতে পারলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। এ মুহূর্তে শিমুলিয়া ঘাটে তেমন একটা যানবাহনের চাপ নেই।

এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এ নৌরুটের যাত্রী ও পরিবহনের শ্রমিকদের মাঝে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা